বজ্রপাতে দুইদিনে ২১ জন নিহত
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৬, ৬:৪৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে বজ্রপাতে ২১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরো অন্তত ১১ জন আহত হয়েছেন। সোমবার ও মঙ্গলবার বজ্রপাতের ঘটনায় সুনামগঞ্জে ছয়, কিশোরগঞ্জ পাঁচ, টাঙ্গাইলে তিন, রাজশাহীতে দুই, হবিগঞ্জ দুই, দিনাজপুরে এক ও মানিকগঞ্জে একজন নিহত হয়েছেন।
সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা উপজেলায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দিরাইয়ে বজ্রপাতের ঘটনা ঘটে। আর শাল্লা উপজেলায় সকাল সাড়ে ১০টার দিকে একই ঘটনা ঘটে।দিরাই উপজেলার নিহত ব্যক্তিরা হলেন মাটিয়াপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে শামীম মিয়া (৪৫), একই গ্রামের আবদুল হাসিমের ছেলে তহুর মিয়া (৩৫) ও টুকদিরাই গ্রামের আজিদ উল্লাহর ছেলেশিশু শেমরান হোসেন (১১)।শাল্লা উপজেলায় নিহত ব্যক্তিরা হলেন শ্রীহাইন গ্রামের হায়দার আলীর ছেলে খাইনুল মিয়া (২২), আকিকুল ইসলামের ছেলে ঈমান মিয়া (২০) ও আবদুস সালামের ছেলে হৃদয় মিয়া (১৮)। পুলিশ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামের আজিদ উল্লাহর ছেলে শেমরান হোসেন বাড়ির পাশের উঠানে খেলার সময় বজ্রপাতে নিহত হয়। একই ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের হাওরে নৌকায় করে দিরাইয়ে বাঁশ আনতে যাচ্ছিলেন আট-নয়জন। সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। হঠাৎ নৌকায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই শামীম মিয়া ও তহুর মিয়া নিহত হন। একই ঘটনায় আরো পাঁচজন আহত হন। পরে আহত অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বলেন, ‘বজ্রপাতে হতাহতের বিষয়টি জেনেছি।’ গত রোববার করিমগঞ্জে বজ্রপাতে দুজন নিহত হন। আর গত সোমবার নিকলীতে দুজন ও কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল গ্রামে একজন নিহত হয়। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।নিহত তিনজন হলেন উপজেলার মাগুনতিনগর গ্রামের আদিবাসী পল্লীর বাসিন্দা নিখিল হাজং (৩৫) এবং তাঁর দুই ছেলে জজ সিং সাং (১০) ও লোটন সিং সাং (৮)।আহত ব্যক্তির নাম জনতা সিং সাং। তাঁকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই চারজন ঘরেই ঘুমিয়েছিলেন। ভোরে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁরা হতাহত হন। আমাদের রাজশাহী প্রতিনিধি জানান শ ম সাজু জানান, জেলার পুঠিয়া ও তানোর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। গত সোমবার বিকেলে হতাহতের এ ঘটনা ঘটে