জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি থেকে তিন নেতার পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৬, ৪:২৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ নব ঘোষিত সিলেট জেলা ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগ করেছেন একে একে তিন নেতা। তারা হলেন আবুল হাসিম জাকারিয়া,আবদুর রাজ্জাক খাঁন ও হেলাল আহমদ মাসুম। এদের মধ্যে আবুল হাসিম জাকারিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম সম্পাদক, আবদুর রাজ্জাক খাঁন সহ আ্ইন বিষয়ক সম্পাদক এবং হেলাল আহমদ মাসুম ও সদস্য। মঙ্গলবার ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ সভাপতির মাধ্যমে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি বরাবরে তাদের পদত্যাগপত্র প্রেরণ করেন । আব্দুর রাজ্জাক খান ও হেলাল আহমদ মাসুম জেলা ও মহানগর ছাত্রদলের প্যাডে লেখা পদত্যাগপত্রে তাদের দু’জনই ব্যক্তিগত কারণে ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন।
তবে যুগ্ন সম্পাদক আবুল হাসিম জাকারিয়া বর্তমান কমিটির উপর হতাশা থেকেই পদত্যাগ করেছেন বলে জানান। তিনি বলেন, দায়িত্ব পালন কালে সরকারী দলের বিভিন্ন হুমকি, ধামকি ও পুলিশি হয়রানি এবং মিথ্যা মামলার স্বীকার হয়েছি। তারপরও শহীদ জিয়ার আদর্শে গড়া ছাত্রদলের রাজনীতি ছাড়ি নাই। কিন্তু সদ্য ঘোষিত জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেখে আমি হতাশ ও মর্মাহত হয়েছি। কমিটিতে ত্যাগী ও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন না করে সিনিয়র-জুনিয়রটি না মেনে যে কমিটি দেওয়া হয়েছে তার সাথে আমি দ্বিমত পোষন করে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সম্পাদকের প্রতি বিনীত আহবান অবিলম্বে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ভেঙ্গে ত্যাগী, মাঠপর্যায় ও নিয়মীত ছাত্রদের দিয়ে নতুন কমিটি ঘোষনা করার আহবান জানাচ্ছি।আবুল হাসিম জাকারিয়া মদন মোহন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।