দুই উপজেলার মধ্যকার সংঘর্ষে পুলিশ অ্যাসল্ট মামলা : চেয়ারম্যানসহ আসামী ৪ শতাধিক
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৬, ৮:২২ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতাঃ লামাকাজিতে দুই উপজেলার মধ্যকার সংঘর্ষের ঘটনায় বিশ্বনাথ থানায় পুলিশ দায়ের করা হয়েছে। মামলায় সদর উপজেলার হাউসা গ্রামের বাসিন্দা ও মোগলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হুদাকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে আরও চার শতাধিক । সোমবার রাতে এ মামলাটি দায়ের করেন বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান (মামলা নং ১৭)।
সোমবার দুপুরে দু’দিন আগে ফার্মেসির সামনে গাড়ি রাখার ঘটনাকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলা ও বিশ্বনাথ উপজেলাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে থানা পুলিশের এসআই হাবিবুর রহমানসহ ৭ পুলিশ সদস্য আহত হওয়ার পাশাপাশি উভয় পক্ষে গুলিবিদ্ধসহ প্রায় শতাধিক লোকজন আহত হন।
এর আগে গত শনিবার বিকেলে লামাকাজি বাজার পয়েন্টে ফার্মেসীর সামনে অটোরিক্সা রাখা নিয়ে ফার্মেসীর মালিক সদর উপজেলার হাউসা গ্রামের আখতার হোসেন ও অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার বিশ্বনাথ উপজেলার মির্জারগাঁও গ্রামের আব্দুশ শহিদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে আছে তবে উভয় পক্ষের মধ্যে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। ফলে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন পাশাপাশি আমাদের টহল জোরদার করা হয়েছে।