হজ পালন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
পবিত্র হজ পালন শেষে আগামী বৃহস্পতিবার সৌদি আরব থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ২২শে সেপ্টেম্বর বিকাল ৫টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া। তার সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফিরবেন। অন্যদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জিয়া পরিবারের বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান এবং জিয়া পরিবারের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি লন্ডনে ফিরে যাবেন। উল্লেখ্য, পবিত্র হজ পালনের জন্য বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাজকীয় অতিথি হিসেবে গত ৭ই সেপ্টেম্বর সৌদি আরব যান বিএনপি চেয়ারপারসন। এর আগে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে ও ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে আরো দুইবার পূর্ণ হজ করেন খালেদা জিয়া। তবে প্রায় প্রতিবছরই রমজানে উমরাহ পালন করেন তিনি। ওদিকে পুত্র তারেক রহমান, দুই পুত্রবধূ ও নাতনীকে নিয়ে রোববার রাতে মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেছেন খালেদা জিয়া। এছাড়া, তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু, শাহিনা খান জামান বিন্দু ও স্বামী সৈয়দ শফিউজ্জামানও এবার হজ করেন। এদিকে চেয়ারপারসন খালেদা জিয়ার ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা আজ। বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভাটি হবে। ১১ই সেপ্টেম্বর খালেদা জিয়ার ৯ম কারামুক্তি দিবস ঈদের ছুটির কারণে আলোচনা সভাটি যথাসময়ে করতে পারেনি বিএনপি। আলোচনা সভা সফল ও খালেদা জিয়াকে বিমানবন্দরে সংবর্ধনা দেয়ার উদ্দেশে রোববার অঙ্গ সংগঠনের একটি যৌথসভাও করেছে বিএনপি।