যুক্তরাষ্ট্রে আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জয়
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে দেশের তথ্য-প্রযুক্তিখাতের উন্নয়নে অবদান রাখায় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
১৯ সেপ্টেম্বর (সোমবার) পুরস্কার গ্রহণ করেন জয়। বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডেভি এই পুরষ্কার তুলে দেন।
ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সজীব ওয়াজেদ জয়কে এই পুরস্কারে ভূষিত করে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার লাভে সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনার অনেক কিছুই এসেছে সজীব ওয়াজেদের চিন্তা থেকে।