শ্রীমঙ্গলে ঈদ আনন্দ ও ম্যাগাজিন অনুষ্টান অনুষ্টিত হয়েছে
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ৭:০২ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ ঈদুল আযহায় শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটক ও সংস্কৃতি প্রিয় শ্রীমঙ্গল বাসীকে বিনোদন দিতে শ্রীমঙ্গল নৃত্যালয় ও মনিপুরী নৃত্য সংগঠন অনুরাগ এর উদ্যোগে অনুষ্টিত হয়েছে ম্যাগাজিন অনুষ্টান ঈদ আনন্দ ও সাংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
রবিবার সন্ধায় শ্রীমঙ্গল পৌরসভা অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত, বিভিন্ন কুরিয়গ্রাফির মাধ্যমে নৃত্য প্রদর্শন, আর কৌতুকসহ মজার মজার অনুষ্ঠান। উপস্থাপক দ্বীপ দত্ত আকাশ ও তৃষা সিন্হার নান্দনিক উপস্থাপনায় আনন্দঘন এ ম্যাগাজিন অনুষ্ঠান কয়েকশ দর্শকদের এনে দেয় বাড়তি আনন্দ। আর এ সকল অনুষ্ঠানে অংশ নেন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও শ্রীমঙ্গলের প্রথিতযশা শিল্পীরা। অনুষ্ঠানে নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাস ও মনিপুরী নৃত্য সংগঠন অনুরাগ এর পরিচালক কেয়া সিনহার দ্বৈত নৃত্য দর্শকদের মাতিয়ে তুলে।
অনুষ্টানের ২য় পর্বে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান ও আলোচনা সভা। শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার শিল্পকলা একাডেমীর পরিচালক এমদাদুল হক মিন্টু, লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা মো. আশরাফ উদ্দিন, রোটারিয়ান ও প্রবীন নৃত্য শিল্পী মো. সাহাব উদ্দিন, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক মিল্টন দেব, তানবীর আহমদ, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, ইমন দেব চৌধুরী ও শ্যামল আচার্য্য প্রমুখ। পরে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য ৮ জনকে দেয়া হয় সম্মাননা।