নবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ৫:৫৩ অপরাহ্ণ
নবীগঞ্জ সংবাদদাতাঃ নবীগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে আজ দুপুরের দিকে বজ্রপাতে ২ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ সময় আহত হয়েছে আরো ২ জন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষনিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, আজ দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্ঘাপুর গ্রামের হরিচরণ দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ (৪০) বৃষ্টি আসছে দেখে স্থানীয় হাওড় থেকে তাদের গরু আনতে যায়। এ সময় বজ্রপাত শুরু হলে সে বজ্রপাতের শিকার হয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে আশপাশের লোকজন বজ্রপাত শেষে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই সময়ে একই ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের ইছারুল হকের ছেলে জাবেদ মিয়া (২৫) ওই সময়ে হাওড়ে তার ধানী জমিতে কাজ করতে থাকা অবস্থায় বজ্রপাতের কবলে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে কানাইপুর গ্রামের এতিম আলী (৩৫) ও অজ্ঞাতনামা ১ জন স্থানীয় হাওড়ে মাছ ধরতে যান। এ সময় তারা বজ্রপাতের শিকার হন। স্থানীয় লোকজন তাদেরেকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় এতিম আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নবীগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক গৌতম রায় বজ্রপাতে দুই জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।