ব্রিটেনে সীমানা নির্ধারন : আসন হারাচ্ছেন সিলেটী রুশনারা আলী
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ২:১৮ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ ব্রিটেনের সীমানা নির্ধারন কমিশন পার্লামেন্টের আসন সংখ্যা ৬৫০ থেকে ৬০০ তে নিয়ে আনার প্রস্তাব করেছে। এরই মধ্য এ নিয়ে কনসালটেশন শুরু হয়েছে এবং কনসালটেশনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। বেথনাল গ্রীন আর বো আসনে ব্যাপক পরিবর্তনের ফলে এই আসনের বাঙ্গালী কন্যা দুই বারের এমপি রুশনারা আলী হারাতে পারেন তার আসনটি। অন্য দুই বাঙ্গালী এমপি রোপা হক ও টিউলিপ সিদ্দিকের আসনে কোন পরিবর্তন আসবেনা যার ফলে তারা অনেকটা নিরাপদ।তবে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি মিরর জানিয়েছে এর চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আগামী ২০১৮ সালে।
সীমানা নির্ধারনের রিভিওয়ের ফলে বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের দুটি আসন বেথনাল গ্রীন ও বো আসনের কিছু অংশ হেকনি ওয়েষ্ট এবং বেথনাল্গ্রীন আসনে যোগ হবে। আর কিছু অংশ বো এন্ড ক্যানিং টাউন আসনে যোগ হবে। ফলে মুল বেথনাল্গ্রীন বো আসনটি আগের মতো থাকছেনা। টাওয়ার হ্যামলেটসের অধীনে আরেকটি আসন পপলার ও লাইম হাউসে আগের মতো বিন্যাস থাকছেনা। যার দরুন শতকরা ৪০ ভাগের বেশী জনসংখ্যা পুরাতন আসনে থাকায় পপলার ও লাইম হাউসের বর্তমান লেবার এমপি জিম ফিজপেট্রিকের দলীয় মনোনয়ন পেতে কোন প্রভাব পড়বেনা। তবে বেথনাল গ্রীন ও বো আসনটি পুর্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ ভাগের বেশী পুনর্বিন্যাস হওয়ায় বর্তমান এমপি রুশনারা আলীকে পূনরায় দলীয় মনোনয়ন নিতে হতে পারে এমনটাই জানিয়েছে ব্রিটেনের কয়েকটি পত্রিকা। আর এ ক্ষেত্রে তার প্রার্থীতা চ্যালেঞ্জ করে অন্যান্য প্রার্থীরা লেবার দলের মনোনয়ন চাইতে পারেন। তবে বাঙ্গালী অপর দুই এমপি রোপা হক ও টিউলিপ সিদ্দিক এর আসনে সীমানা পুনর্বিন্যাসের পরে ও ৪০ ভাগ ভোট থাকায় কোন পরিবর্তন আসবেনা। নতুন এই বিন্যাসের ফলে বিশেষ করে বাঙ্গালী অধ্যুষিত এলাকায় ব্যাপক পরিবর্তন আসবে। যার ফলে ভবিষ্যতে বাংলাদেশী কমিউনিটি হারাতে পারে ব্রিটিশ নির্বাচনে কর্তৃত্ব।
সীমানা নির্ধারন কমিশনের এই রিভিউয়ের মূল লক্ষ্য হচ্ছে সারা ব্রিটেনে জনসংখ্যার আনুপাতিক হারে সংসদীয় আসন বিন্যাস এবং নির্বাচনী ব্যয় কমিয়ে আনা। জাতীয় পর্যায়ে রিভিওয়ের সরাসরি প্রভাব পড়বে ব্রিটেনের প্রায় সাড়ে ৫ শত আসনে। এমনকি বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন এবং সাবেক চ্যান্সেলর জর্জ অসবর্নসহ বেশ কয়েকজন সিনিয়র রাজনীতিবিদ আসন হারাতে পারেন। তবে সরকারের এই সিদ্ধান্তকে অগনতান্ত্রিক বলে আখ্যা করেছে বিরোধিদ দল লেবার পার্টি।
ইলোক্টোরাল কমিশন চাচ্ছে ব্রিটিশ সংসদীয় আসন ৬৫০ থেকে ৬০০ করার। প্রস্তাবিত সংস্কার রিপোর্টে ইংল্যান্ড ৫৩৩ থেকে কমিয়ে ৫০১, ওয়েলসে ৪০ থেকে ৩৯,স্কটল্যান্ডে ৫৯ থেকে কমিয়ে ৫৩, নর্দার্ন আয়ারল্যান্ডে ১৮ থেকে কমিয়ে ১৭ আসন করার কথা বলা হয়েছে।
আরো জানা যায়, ব্রিটেনের সংসদীয় আসন ৬৫০ থেকে কমিয়ে ৬০০ করা, সবার জন্য সমান প্রতিনিধিত্বের আসন বিন্যাস, আগামী পাচ বছরে এর ফলে কর প্রদানকারীদের অর্থ ৬৬ মিলিয়ন সাশ্রয় করা, ইংল্যান্ডে এমপি ৫৩৩ থেকে ৫০১ করা। প্রস্তাবিত সংস্কারে প্রধান মন্ত্রী টেরেসা মের আসনটি অপরিবর্তিত থাকবে। সংবিধান মন্ত্রী ক্রিস স্কিডমোর বলেন, ব্রিটিশ জনগনের ভোটের অঢিকার সকলের জন্য, সকল সংসদীয় আসনের জন্য সমান অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।