শায়খ গলমুকাপনী অসুস্থ : দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ৫:৩৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান জামেয়া ক্বাওমীয়া দারুসসুন্নাহ গলমুকাপন মাদ্রাসার মুহতামীম দেশবরেন্য প্রবীন আলেম শায়খ আব্দুশ শহিদ গলমুকাপনী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন । তার অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে দেশ বিদেশে তার হাজার হাজার ছাত্র ও ভক্ত মুরিদানগন উদ্বিগ্ন হয়ে পরেন।
জানা যায়, এলাকার সর্বজন শ্রদ্ধেয় এই আলেম গতকাল কানের ইনফেকশন,জ্বর ও ডাইবেটিক্স বেড়ে যাওয়ায় তাকে তাৎক্ষনিক সিলেটের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাকে দেখতে যান সিলেট বিভাগের আরেক বরেন্যে আলেম মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জি হুজুরসহ তার অসংখ্য ছাত্র ও এলাকাবাসী। তার পরিবারের পক্ষ থেকে দেশ বিদেশের সবার কাছে দোয়ার আবেদন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানানো হয়।