সিলেটে থেকে কানাডীয় নাগরিক নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ৪:৩১ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ সিলেটে দীর্ঘ দুই মাস ধরে এক কানাডীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। ৬ সন্তানের জনক মাসুম আহমদ কোরেশী বাংলাদেশী বংশদ্ভুত কানাডীয় নাগরিক। তার সন্ধান চেয়ে শনিবার সিলেট কোতোয়ালি মডেল থানায় ৯৬৭ নং সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজের স্ত্রী আয়শা সিদ্দিকা । সাধারণ ডায়েরীতে নগরীর হওয়াপাড়াস্থ দিশারী ৬৯/১, বাসার বাসিন্দা আয়শা সিদ্দিকি জানান, তার স্বামী মাসুম আহমদ কোরেশী বাংলাদেশী বংশদ্ভুত কানাডীয় নাগরিক। গত ১৬ জুলাই রাত সাড়ে ১১টায় বর্তমান ঠিকানার বাসা থেকে নিখোঁজ রয়েছেন। এসময় তার গায়ে সাদা পাঞ্জাবী, মাথায় টুপি ও মূখে দাড়ি ছিল। তাঁর কানাডীয় পাসপোর্ট নং-কিউএফ ৮৪২৮৯৯। নিখোঁজের পর থেকে তার মোবাইল ফোন-(০১৭৬৫৫৩৪৭৭৪) বন্ধ রয়েছে। অনেক অনুসন্ধান চালিয়ে অদ্যাবধি তার কোন সন্ধ্যান না পাওয়ায় তিনি এ সাধারণ ডায়েরী করেছেন। স্বামীকে খোঁজে বের করতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্ত্রী আয়শা সিদ্দিকি।