ফ্রান্সে সেরা নারী উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২:৪৬ পূর্বাহ্ণ
জামিল আহমেদ সাহেদ ফ্রান্স থেকেঃ ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে সেরা নারী উদ্যোক্তা হিসেবে ফাতেমা খাতুন ও নারী সংগঠন হিসেবে বিকশিত নারী সংঘকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে প্যারিস-বাংলা প্রেসক্লাব। ফাতেমা খাতুন ফ্রান্সে গ্রোসারি শিল্পে সেরা নারী উদ্যোক্তা হিসেবে এ সম্মাননা লাভ করেন। অন্যদিকে বিকশিত নারী সংঘকে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নারীদের উন্নয়ন ও সমস্যা সমাধানে ভূমিকা রাখায় এ সম্মাননা দেওয়া হয়। ফাতেমা খাতুনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি ও কাউন্সেলর হজরত আলী খান। বিকশিত নারী সংঘের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন সংঘের সভাপতি তৌফিকা সাহেদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের নেত্রীরা। গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) প্যারিসের মাক্সদর্মিতে রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে প্যারিস-বাংলা প্রেসক্লাবের অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হজরত আলী খান। বিশেষ অতিথি ছিলেন এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু তাহির। পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান। বিকশিত নারী সংঘের পক্ষে সম্মাননা গ্রহণ করছেন তৌফিকা সাহেদ ও অন্যান্য রাহজরত আলী খান তাঁর বক্তব্যে বলেন, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নারীরা ইউরোপের অন্যান্য দেশের নারীদের চেয়ে সকল ক্ষেত্রে এগিয়ে যাবে। বাংলাদেশ তথা পৃথিবীর উন্নয়ন ও অগ্রগতিতে নারীর অসামান্য ভূমিকা রয়েছে। তাই তাদের সমাজের সকল ক্ষেত্রে কাজের সুযোগ করে দিতে হবে। অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরণ মানবাধিকার সংগঠনের সভানেত্রী মমতাজ আলো, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী, শিল্পী সোমা দাস, শিল্পী দাস, সানু ভূঁইয়া, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সামসুল ইসলাম, দোলন মাহমুদ, নয়ন মামুন ও রেজাউল করিমসহ বিভিন্ন নারী সংগঠনের নেত্রীরা।