জয়রথ ছুটছেই গার্দিওলার মানচেষ্টার সিটির
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:২২ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ গার্দিওলার মানচেষ্টার সিটির জয়রথ ছুটছেই। সব ধরনের প্রতিযোগিতায় টানা সাত ম্যাচে জয় পেয়েছে তারা। লীগের সবগুলো ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিটি। আজ নিজেদের মাঠ শুরু থেকেই বোর্নমাউথের রক্ষণে চাপ তৈরি করে খেলতে থাকে সিটি। কেলেচি ইহেনাচোর থেকে পাস পেয়ে প্রথম মিনিটে গোলে শট নিয়েছিলেন কেভিন ডি ব্রুইন। তবে গোলরক্ষকের দক্ষতায় রক্ষা পায় বোর্নমাউথ। ১৫ মিনিটে আর নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি বোর্নমাউথের গোলরক্ষক। বক্সের বাইরে স্পেনের উইঙ্গার নলিতোকে ফেলে দিলে ফ্রি-কিক পায় সিটি। দেয়াল তৈরি করা বোর্নমাউথের খেলোয়াড়রা লাফিয়ে উঠলে পায়ের নিচ দিয়ে নেওয়া বুদ্ধিদীপ্ত এক ফ্রি-কিকে সিটিকে এগিয়ে দেন বেলজিয়ামের মিডফিল্ডার ডি ব্রুইন। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইহেনাচো। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়া রাহিম স্টার্লিংয়ের নীচু ক্রসে খুব কাছ থেকে বল জালে জড়ান নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এই দুই জনের ভূমিকা বদলায়। এবার ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে ইহেনাচোর নীচু ক্রসে আলতো টোকায় বল জালে পাঠান ইংল্যান্ডের মিডফিল্ডার স্টার্লিং। ডি ব্রুইনের রক্ষণচেরা পাসে বক্সের মধ্য বল পেয়ে থেকে জোরালো শটে ব্যবধান ৪-০ করেন জার্মানির মিডফিল্ডার