সিলেটে সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১৫
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোলাপগঞ্জের কায়স্থগ্রামে সড়ক দূর্ঘটনায় ৪জন নিহত হয়েছেন। সিলেট-জকিগঞ্জ সড়কের ঐ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২ শিশুসহ ৪ জনের নিহত হয়েছেন। আহত হন আরও ১৫ জন। নিহত দুই শিশু গোলাপগঞ্জের গোয়াসপুর গ্রামের কয়েছ মিয়ার মেয়ে শুভা (১০) ও তনিমা (৬)।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটমুখী বাসটি কায়স্থগ্রামে এসে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ।
গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) মীর আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।”