বিশ্বনাথে থুথু ফেলা নিয়ে সংঘর্ষে আহত ৩ : একজনের অবস্থা আশংকাজনক
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৬ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতাঃ বিশ্বনাথে থু থু ফেলাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার গ্রুপের মধ্য সংঘর্ষে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্য একজনের অবস্থা আশংকা জনক। থানা পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতিনিয়ন্ত্রনে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় বিশ্বনাথের লামাকাজী বাজারে ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ ও জুবায়ের আহমদের গ্রুপের মধ্য থু থু ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রদলের দু’পক্ষের নেতাকর্মীরা তুমুল সংঘর্ষে লিপ্ত হয় । এতে তিনজন আহত হন। গুরুত্বর আহত অবস্থায় ছাত্রদল নেতা জুবায়ের আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, ঈদের দিন (মঙ্গলবার) থুথু ফেলাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা জুবায়ের আহমদ ও আবুল কালাম আজাদ’র মধ্যে কথা কাটাকাটি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে সে সময় বিষয়টি মীমাংসা করা হয়। পরে একে অপরকে ঘায়েল করতে নানা পন্থা অবলম্বন করলে আজ সন্ধায় এই সংঘর্ষের ঘঠনা ঘটে। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রনে রয়েছে বলে তিনি জানান।