ওসমানীনগরের ইমাম হত্যার প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজঃ মোবারকপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের হত্যাকান্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে ফেঞ্চুগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দাওয়াতুলহক পরিষদ, উত্তর কুশিয়ারা, ফেঞ্চুগঞ্জের উদ্যোগে শুক্রবার বিকেলে স্থানীয় কটালপুর সেনের বাজারে এ কর্মসূচী পালন করা হয়। পরিষদের উপদেষ্টা মাওলানা মো. ছদরুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা নজমুদ্দীন, মাওলানা মোস্তাক আহমদ ও মাওলানা ফয়জুল ইসলামের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পরিষদের সভাপতি মাওলানা শাহিদুর রহমান।