ফুঁসে উঠছে উসমানপুর : ওসমানীনগরের সাথে ইউপিকে ফিরিয়ে আনতে গনসাক্ষর
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ৯:৫৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে উসমানপুর ইউনিয়নবাসী। জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটার সংখ্যার সমন্বয়ের অজুহাতে উসমানপুর ইউপিকে কেটে নিয়ে বালাগঞ্জ উপজেলার সাথে অর্ন্তভূক্ত করায় ফুঁসে উঠেছে ইউনিয়েনের সর্বস্তরের মানুষ। ইউনিয়নকে ওসমানীনগরে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন কর্মসূচী পালন অব্যাহত রেখেছে । তাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে ইউপির দশটি স্থানে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। আগামী ২০ সেপ্টেম্বর ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবেন তারা।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বালাগঞ্জ উপজেলার ১৪টি ইউপির মধ্যে ৮টি ইউপি নিয়ে নবগঠিত ওসমানীনগর উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয় গত বছরের জুলাই মাসে। সিলেট জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের আওতায় রয়েছে ওসমানীনগর এবং ৮নং ওয়ার্ড বালাগঞ্জ । জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সীমানা পূননির্ধারণ কমিটি ওসমানীনগর উপজেলাধীন উছমানপুর ইউপিকে বালাগঞ্জ উপজেলার অর্ন্তভূক্ত করে গত ২৩ আগষ্ট এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে উঠেন ইউনিয়নবাসি। ইউপিকে ওসমানীনগরে ফিরিয়ে আনার দাবিতে ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে আবেদনসহ বিভিন্ন কর্মসূচী পালন অব্যাহত রেখেছে। কর্মসূচীর মধ্য রয়েছে আগামী ২০ সেপ্টেম্বর ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। জানা যায় এরই লক্ষে তারা গণস্বাক্ষর সংগ্রহ করছে।
ইউপি চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক বলেন, ওসমানীনগর উপজেলা বাস্তবায়নে উসমানপুর ইউপির জনগণের ব্যাপক ভুমিকা রয়েছে। উছমানপুর ইউপিকে ওসমানীনগর থেকে কেটে নিয়ে বালাগঞ্জ উপজেলার অর্ন্তভুক্ত করায় এলাকার মানুষের মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ইউনিয়নকে ওসমানীনগরে ফিরিয়ে আনার দাবিতে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাচ্ছি। আশা করি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উসমানপুরবাসীর দাবি বাস্তবায়ন করবেন।