সাকিবকে নামিয়ে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রেজু খালে বেসরকারি বিমান পরিবহন সংস্থা মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে হেলিকপ্টারের পাইলট ও ক্রসহ চারজন আহত হয়েছেন।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে একজনের মৃত্যু, পাইলটসহ চারজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টারটি একটি প্রাইভেট কোম্পানির।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব আল হাসানকে ঢাকা থেকে কক্সবাজার নামিয়ে ফেরার সময় মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।