সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ৭জন নিহত
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ৭জন নিহত হয়েছেন। মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এ ৭ জন মারা যান।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির এই খবর নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থল থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়েছে, আহত আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে সড়কে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। এই দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।