মরিনহোর ইউনাইটেডের টানা ২য় হার
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ২:১১ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ লীগে চিরপ্রতিদ্বন্ধি মানচেষ্টার সিটির কাছে হারের ক্ষত শুকাতে না শুকাতেই আবারো হেরে গেছে হোসে মরিনহোর মানচেষ্টার ইউনাইটেড। ইউরোপা লীগে ফেইনার্দের কাছে একমাত্র গোলে হেরে গেছে তারা। ফেইনার্দের হয়ে একমাত্র গোলটি আসে ভিলহেনার পা থেকে। মরিনহো তার নিয়মিত একাদশের কিছু পরিবর্তন আনেন। একশ মিলিয়নের পগবা প্রথম একাদশে ছিলেন ছিলেন হুয়ান মাতা। এন্তনিয় মার্শিয়াল। তাদের নিউ সেনশেশন রাশফোর্ড ও। বিরতির পর মাঠে নামেন ইব্রাহিমোবিচ ও কিন্তু গোল আদায়ে ব্যর্থ ইউনাইটেড ম্যাচের ৭৯ মিনিটে গোল খেয়ে বসে। ম্যাচের বাকি অংশে অনেক চেষ্টা করেও তারা গোলটি পরিশোধ করতে পারেনি। ম্যাচ শেষে নিজের হতাশা ব্যক্ত করেন মরিনহো। বলেন এই হার তার প্রাপ্য ছিলনা। টানা দ্বিতীয় হারে সমালোচকরা এবার নড়েচড়ে বসেছেন। তার হাতে দায়ীত্ব অর্পিত হওয়ার পর সমর্থকরা আশায় বুক বেধেছিলেন স্বঘোষিত স্পেশাল ওয়ান হয়তো তাদের স্বর্নালী যুগ ফিরিয়ে আনবেন। টানা হারে তাদের কিছুটা হতাশ করেছে।