লন্ডনে টিউলিপ কন্যার সাথে সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৫ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ গ্লোবাল ফান্ড সম্মেলনে যোগ দিতে কানাডা যাওয়ার পথে যুক্তরাজ্যে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে খুব স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করলেও পরিবারের সদস্যদের বঞ্চিত করেননি। বিশেষ করে ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের মেয়ে আজলিয়ার জন্য রেখেছিলেন বাড়তি সময়। আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা যখন প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে হোটেলে উপস্থিত হন, প্রধানমন্ত্রী আজলিয়াকে কোলে নিয়েই নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। এ ছাড়াও দীর্ঘ সময় ধরে আজলিয়া প্রধানমন্ত্রীর কোলে খেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর সাথে টিউলিপকন্যার এ নিয়ে দ্বিতীয়বার দেখা হলো। এর আগে মে মাসে প্রধানমন্ত্রী লন্ডন সফরকালে নবজাতক আজলিয়াকে দেখে গিয়েছিলেন। লন্ডনে ২২ ঘণ্টা যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এয়ার কানাডার একটি ফ্লাইটে মন্ট্রিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন শেখ হাসিনা। ১২ দিনের এই সরকারি সফরে কানাডার মন্ট্রিলে ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’-এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন তিনি।