বিয়ানীবাজার থেকে শিবির নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ৪:০০ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার থেকে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রেজাউল করিমকে (২৭)। তিনি সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক।
পুলিশ জানায়, আটক ছাত্র শিবির নেতা রেজার বিরুদ্ধে বিয়ানীবাজার থানাসহ সিলেটের আরও তিনটি থানায় মামলা রয়েছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চারখাই ইউনিয়নের চক্রবাণি এলাকায় রেজার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে সিলেট কোতওয়ালি ও শাহপরান থানায় সংঘর্ষ ঘটনায় পৃথক মামলা রয়েছে। এছাড়া পুলিশের কাজে বাধা দেয়ায় সিলেট বিমানবন্দর থানা এবং বিয়ানীবাজার থানায় তার বিরুদ্ধে একটি জি/আর মামলা রয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ধৃত রেজাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।