সাকার স্ত্রী-পুত্র খালাস
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ৩:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ফাঁসের ঘটনায় তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী এবং ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে খালাস দিয়েছে আদালত। এ ঘটনায় দায়ের মামলায় সাকার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামসহ অন্যদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়েছে।
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
রায়ে ফখরুল ইসলামকে দশ বছরের কারাদণ্ড, সেই সঙ্গে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। ওই অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাসের সাজা ভোগ করতে হবে। আর সাকা চৌধুরীর ম্যানেজার মাহবুবুল আহসান, ফখরুলের সহকারী মেহেদী হাসান, ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেনকে দেওয়া হয়েছে সাত বছরের কারাদণ্ড। পাশাপাশি তাদের দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তা না দিলে আরও এক মাস জেলে কাটাতে হবে তাদের।