ওসমানীনগরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৭
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ৩:৪০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ বাসযাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতরা হলেন, হৃদয় মিয়া (১৬), কামাল উদ্দিন (৩৬), আশরাফুননেছা বেগম (৪৫), সোনিয়া (৭), আং কাদির (৬০), মাসুম আহমদ (১৯), হেলাল মিয়া (২৪), মীর জলিল (২২)।
এদিকে, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি মহাসড়কের উপর আড়াআড়ি পড়ে থাকায় সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের খাশিকাপন নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
একাধিক সূত্রে জানা যায়, সিলেট শহর থেকে ছেড়ে আসা কুমিল্লগামী যাত্রীবাহী একটি বাস (নং পটুয়াখালী ব ১১-০০০৭) ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের খাশিকাপন এলে বিপরীত থেকে আসা কলা বোঝাই একটি ট্রাক (চট্র মেট্রো ব ১১-২৪৭৭) র মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসের ১৭ যাত্রী আহত হন। গুরুতর আহতদের নাম পাওয়া গেলেও বাকী আহতদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সকাল ১০টার দিকে সিলেট থেকে রেকার এনে মহাসড়কের উপর থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।