র্যাবের তালিকার নিখোঁজ দুই ভাইয়ের ছবি ‘আইএস বেশে’ ফেসবুকে!
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ৩:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
র্যাবের দেয়া নিখোঁজ তালিকায় থাকা দুই ভাইয়ের আইএসের বেশে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া গেছে।
ইব্রাহিম হাসান খান ও জুনায়েদ হাসান খান নামের এই দুই ভাই গত ডিসেম্বর থেকেই নিখোঁজ রয়েছে। র্যাব প্রকাশিত নিখোঁজ তরুণদের তালিকায় ১০ ও ১১ নম্বরে নাম ছিল তাদের।
বুধবার রাতে ইব্রাহিম হাসান খানের নামের ফেসবুক আইডিতে আইএসের পতাকার সামনে অস্ত্রো ও কালো পোশাক পরা অবস্থা এই দুইভাই ও তৃতীয় আরও এক যুবককে দেখা যায়। তাদের হাতে কালো রঙের পানীয় ভর্তি গ্লাসও দেখা যায়। একজনের পরনে ছিল কালো সানগ্লাস। তবে এই ছবিটি কোথা থেকে পোস্ট করা হয়েছে সে সম্পর্কে কোন তথ্য নেই।
জানা গেছে, ইব্রাহিম হাসান খান সৌদি আরবে পড়াশুনা করেছে। রাজধানীর বসুন্ধরা এলাকায় থাকত তারা। এই দুই যুবকের বাবা মনির হাসান চাকরিসূত্রে সৌদি আরবে থাকতেন।
পুলিশ জানিয়েছে নিহত ‘নব্য জেএমবি’র নেতা তামিম চৌধুরীর আরও অনুসারিদের খোঁজ চলছে।
ইব্রাহিম সৌদি আরবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশুনে করেছে। তাদের বসুন্ধরা আবাসিক এলাকার ফ্লাটটি বর্তমানে ফাঁকা রয়েছে। পরিবারের সদস্যরা এক বছর থেকেই দেশের বাইরে আছেন বলে জানা যায়।
তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছে, যাচাই বাছাইয়ের আগে এ বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না।
সূত্র: ঢাকা ট্রিবিউন