চা কন্যার ভাস্কর্যে পর্যটকদের মিলন মেলা
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ২:৪৭ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ পাপ্পু, শ্রীমঙ্গল(মৌলভীবাজার) থেকে:
এবারের পবিত্র ঈদ-উল আযহাকে কেন্দ্র করে চা কন্যা ভাস্কর্যে লক্ষ্য করা যায় বিনোদনপ্রেমীদের মিলন মেলা। ঈদের দিন থেকে শুরু করে পর্যটকদের উপচে পড়া ভিড় বেশ চোখে পড়ার মত। দেশের বিভিন্ন এলাকা থেকে বিনোদনপ্রেমীদের নজর কারে ধবধবে সাদা চা কন্যা ভাস্কর্যটি। ঢাকা-সিলেট মহাসড়কের আঁকা-বাঁকা দীর্ঘ পথের দুপাশে ছড়ানো ঘন সবুজ চায়ের বাগান। পাহাড়ের সমারোহও রয়েছে এর আশপাশ জুড়ে। এমন মনোমুগ্ধকর পরিবেশে এক কোণে নীরবে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে চা-কন্যা। সুনীল আকাশ আর সবুজের সমারোহ অপরূপ সৌন্দর্য শোভিত চা শিল্পাঞ্চলের বিশাল গৌরব ও সুপ্রাচীন ঐতিহ্যের প্রতীক হিসেবে শ্রীমঙ্গলে নির্মিত হয়েছে চা-কন্যা ভাষ্কর্য। এ শহরের অন্যতম আকর্ষণ বাগানে পাতা তোলায় মগ্ন ভাস্কর্য চা কন্যা। ২৪ ফুট উঁচু ওই শুভ্র ভাস্কর্যের পিঠের ঝুড়িতে কতো চা পাতা জমলো কে জানে? সাতগাঁও চা বাগানের সহায়তায় ২০১০ সালে এই ভাস্কর্য তৈরি করে মৌলভীবাজার জেলা প্রসাশন। সঞ্জিত রায় এই ভাস্কর্যের শিল্পী। পর্যটন নগরী শ্রীমঙ্গলে রয়েছে অনেক দর্শনীয় স্থান। যেগুলো আপনাকে মুগ্ধ করবে।