সিলেটে সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: সিলেটের বিশ্বনাথে সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রেদোয়ান আহমদ সুমন (২৭)। বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হরিপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিশ্বনাথ থানার এসআই তোফাজ্জুল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে। পুলিশের দাবি, সুমন হিজবুত তাহরিরের সদস্য।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি)গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেওয়ার কথা বলেন তিনি।