হবিগঞ্জে ঈদের জামাতে স্বেচ্ছাসেবক ছিলেন ৬০হিন্দু ধর্মাবলম্বী
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ৩:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যন্য নজির স্থাপন করেছেন হবিগঞ্জের একদল হিন্দু ধর্মাবলম্বী। মঙ্গলবার সকালের ঝুম বৃষ্টি উপেক্ষা করে হবিগঞ্জের সবচেয়ে বড় ঈদের জামাত কেন্দ্রীয় ঈদগাহে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সনাতন ধর্মের ৬০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির শহর হিসেবে হবিগঞ্জের পরিচিতি রয়েছে। তারই সুনাম রক্ষায় এবার কেউ যাতে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটতে পারে ও নির্ভয়ে যেন মুসলমানরা নামাজ পড়তে পারেন সেজন্যই তাদের এই উদ্যোগ।
৬০জন স্বেচ্ছাসেবক সকাল সাড়ে ছয়টা থেকে ঈদগাহের সামনে শায়েস্তানগর পয়েন্টে দায়িত্ব পালন করেন। আইনজীবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ছাত্রসহ প্রায় সকল শ্রেণী পেশার মানুষ ছিলেন ৬০ জনের এ সেচ্ছাসেবক দলে।
পূজা উদযাপন পরিষদের বিভাগীয় সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন , “সাম্প্রদায়িক সম্প্রতি অটুট থাকার জন্য আমাদের এই উদ্যোগ। শান্তিপূর্ণ ভাবে আমাদের মুসলমান ভাইয়েরা তাদের নামাজ আদায় করতে পেরেছেন এইজন্য খুব ভালো লাগছে।”
তিনি আরও বলেন, “আমরা একই শহরে বাস করি। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত হিন্দু মুসলমান সবার সাথে কাজ করতে হয়। শুধু ধর্মের দোহাই দিয়েতো আমরা আমাদের দায়িত্ব এড়াতে পারবো না।
গত শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেচ্ছাসেবক বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সব মসজিদ ও ঈদগাহ কমিটির নেতাসহ খতিবরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।