বানিয়াচংয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে ২ শিশু বিদ্যুৎস্পৃষ্ট
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ২:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
হবিগঞ্জের বানিয়াচংয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে একই পরিবারের দুই শিশু। গুরুতর আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর শিশুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লার শাহজাহান মিয়ার পুত্র শাহরিয়ার (৭) স্থানীয় গ্যানিংগঞ্জ বাজার মসজিদে মঙ্গলবার সকালে ঈদের নামাজ পড়তে যায়। এ সময় পার্শ্ববতী বিদ্যুতের খুটির তারে অসাবধনতাবশত হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন তাকে বাঁচাতে মুজিবুর রহমানের পুত্র তার চাচাতো ভাই নাবিল (৬) এগিয়ে গিয়ে তাকে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
এ সময় কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত শাহরিয়ারকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে ডা. মিঠুন রায় জানান, শাহরিয়ারের হাতের অবস্থা গুরুতর। হাত কেটে ফেলতে হবে।