ঈদগাহের উন্নয়নে মুস্তাফিজের ১ লাখ টাকা অনুদান
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৯ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া পূর্ব পড়া ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাটার বয় মোস্তাফিজুর রহমান। ঈদগাহ উন্নয়নে এক লাখ টাকা দানও করেছেন তিনি। নামাজ শেষে উপস্থিত প্রায় সকল মুসল্লির সঙ্গেই কুশল বিনিময় করেন বিশ্বের অন্যতম সেরা এ ফাস্ট বোলার। এ বছর দুই লাখ টাকা দিয়ে একটি গরু কিনেছেন মোস্তাফিজ। গত বৃহস্পতিবার পরিবার ও আত্মীয়দের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ গ্রাম তেতুলিয়ায় যান তিনি।