অশ্রুসিক্ত নয়নে ছাত্রলীগ নেতা নজরুলকে শেষ বিদায়
প্রকাশিত হয়েছে : ৫:১৬:২৩,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
অশ্রুসিক্ত নয়নে বাংলাদেশ ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সহ সম্পাদক মেধাবী ছাত্রনেতা নজরুল ইসলামকে শেষ বিদায় জানালেন তার রাজনৈতিক সহযোদ্ধা ও শুভান্যুধায়ীরা।
মঙ্গলবার ঈদুল আযহার দিনে সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে শেষ জানাজার পর তাকে দাফন করা হয়। এরআগে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনিসহ ছাত্রলীগ ও আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। তারা চোখের জলে সকলের প্রিয় নজরুলকে শেষ বিদায় জানান।