ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই সিলেটে অনুষ্ঠিত হলো ঈদ জামাত
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ৪:২২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই সিলেটে লাখো মানুষ আদায় করেছেন পবিত্র ঈদুল আযহার নামাজ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সিলেট শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন মোনাজাত করা হয়।
এছাড়া দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদের জামাত হয় সকাল ৮টায়। প্রধান এ দুটি স্থান ছাড়াও নগরীর একাধিক ঈদগাহ, মাদরাসা মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে সিলেট কালেক্টরেট জামে মসজিদ, শেখঘাট শেখ ছানা উল্লাহ জামে মসজিদ, কালিঘাটস্থ নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট, মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ, পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহ এবং পশ্চিম পীরমহল্লা জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া বেশ কয়েকটি স্থানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।