কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় লেচু মিয়া সহ ছয়জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজঃ টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কারখানাটির মালিক সাবেক সংসদ সদস্য মগবুল হোসেনসহ ছয়জনকে আসামি করা হয়েছে। সোমবার বাদী হয়ে মামলাটি দায়ের করেন নিহত জুয়েলের বাবা কাদের পাটোয়ারি। এদিকে কারখানাটি থেকে সোমবার সকালে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়াল। শনিবার এই কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ২৪ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় একজন মারা যান। আর রবিবার উদ্ধার করা হয় আরো চার লাশ। মামলায় কারখানা মালিক মকবুলের স্ত্রী পারভিনকেও আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, মহাব্যবস্থাপক সফিকুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন, ব্যবস্থাপক (সার্বিক) সমির আহমেদ, ব্যবস্থাপক হানিফ ও উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন। মামলায় আসামির তালিকায় অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলে পুলিশ জানায়।