সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুন্নাকে কারাগারে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৬, ২:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নাকে কারাগারে প্রেরণ হয়েছে।
সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি।
তিনি জানান- ছাত্রদল নেতা ওয়ারেন্টভূক্ত আসামি। তাই আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রাত সোয়া ৮টার দিকে নগরীর সোবাহানীঘাট পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়।