টঙ্গী কারখানায় বিস্ফোরণ: সিলেটী মালিক মকবুলকে প্রধান আসামী করে মামলা
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
টঙ্গীতে ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকান্ডে ৩০ জনের বেশি মানুষ নিহতের ঘটনায় ওই কারখানার মালিক সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়াকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) নিহত শ্রমিক জুয়েলের বাবা কাদের পাটোয়ারি টঙ্গী থানায় মামলা দায়ের করেন। লেচু মিয়া ছাড়াও মামলায় আরও ৬ জন সংশ্লিষ্ট কর্মকর্তাকে আসামী করা হয়েছে। এজহারে কারখানায় নিয়ম না মেনে বিপদজনক পরিবেশে শ্রমিকদের কাজ করতে বাধ্য করার কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।