দেশের যেসন স্থানে বৃষ্টি হতে পারে ঈদের দিন
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৬, ২:৩১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মঙ্গলবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এই ঈদে চাঁদ দেখা নিয়ে ঈদুল ফিতরের মতো আগের দিনের দোদুল্যমানতা নেই। আগেই নির্ধারিত হয়েছে ঈদের তারিখ। তবে এবারের ঈদ উদযাপনে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় ঈদের দিন বেলা ১২টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকার বাইরে খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় সেদিন বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, ঈদের দিন সারাদেশে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। হালকা বৃষ্টি সাময়িক সময়ের জন্য হলেও রোদেলা আবহাওয়াই থাকবে বেশি।