ওসমানীনগরে ইমাম হত্যা : খুনীদের গ্রেফতার করা না হলে দুর্বার আন্দোলন
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১:০০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মসজিদের ইমামগণ সমাজের সর্বস্থরের মানুষের আস্থা ও বিশ্বাসের শ্রেষ্ঠ আশ্রয় স্থল। ইমামতির পাশাপাশি ইমামগণ দেশ ও জাতির সার্বিক উন্নয়নে পূর্বের যে কোন সময়ের তুলনায় অধিকতর সচেতন এবং বলিষ্ঠ ভূমিকা পালনকারী।
সন্ত্রাস ও জঙ্গীবাদের কবল থেকে দেশকে মুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। এরপরেও মসজিদের ইমামগণ আজ অরক্ষিত ও খুনী সন্ত্রাসীদের দ্বারা একের পর এক সন্ত্রাসীদের দ্বারা হত্যা-খুন হচ্ছেন। একটি খুনেরও সুষ্ঠু বিচার না হওয়ায় তারা সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে ওঠেছে।
গত বুধবার ওসমানী নগরে মাওলানা আব্দুর রহমানের খুনের চিত্র তাই প্রমাণ করে। খুনীরা অত্যন্ত ঠান্ডা মাথায় হত্যা করে হুজরার সিলিং ফ্যানের সাথে দিগম্বর করে ঝুলিয়ে রেখে চলে যায়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানব বন্ধনে বক্তারা উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে এবং জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন ও মহানগর শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা নুর আহমদ কাশেমীর যৌথ পরিচালনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মুফতী মাওলানা ফয়জুল হক জালালাবাদী, ইমাম সমিতি সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, মহানগর শাখার সহ সভাপতি মাওলানা আহমদ হোসাইন, জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মাওলানা জালাল উদ্দিন ভ‚ইয়া, জেলা দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাহমুদ হোসাইন, সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান, মাদানী কাফেলা বাংলাদেশের সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী, নেজামে ইসলামের জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ, মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আসলাম রহমানী, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা জহিরুল হক, মদীনা ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা আব্দুশ শহীদ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা রেজাউল হক, মাওলানা জয়নাল আবেদীন, হাফিজ আবুল কালাম, মাওলানা আল বাবুর রহমান, মাওলানা হাফিজ শিহাব উদ্দিন, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা বাহাউদ্দিন বাহার, মাওলানা আমীর হোসাইন, মাওলানা নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা আব্দুল মুকিত, হাফিজ আব্দুল করিম হেলালী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবী আহমদ শিহাব বলেন, মসজিদের ইমামগণ শান্ত, ভদ্র, সহজ-সরল, মানবতাবাদী ও জনদরদী এবং দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদেরকে আন্দোলনের মুখে ঠেলে দিবেননা। অনতি বিলম্বে সমস্ত খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। অন্যথায় ঈদের পর তৌহিদী জনতা ও মুসল্লীদের নিয়ে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।
তিনি ঈদগাহে ও ঈদের পরে জুম্মায় সিলেটের সকল মসজিদে মাওলানা আব্দুর রহমানের জন্য দোয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি।