বিশ্বনাথের প্রমা’র জাতীয় পুরস্কার লাভ
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৬, ৬:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
দারিদ্রতাকে জয় করে বিশ্বনাথের নিভৃত পল্লীর এক মৎস্যজীবীর কিশোরী মেয়ে প্রমা রানী সরকার (১২) লোকগীতিতে জাতীয় পুরস্কার অর্জন করেছে। সে সিলেটের বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। প্রমার এই সাফল্যে তার বিদ্যালয়ে যেমন আনন্দের বন্যা বইছে ঠিক তেমনী আনন্দ বইছে তার নিজ গ্রাম দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামেও। নিজ জেলা ও উপজেলার জন্য এমন গৌরবজনক সম্মান বয়ে নিয়ে আসা প্রমার মধ্যে চমৎকার প্রতিভা থাকলেও তার নেই কোন সংগীত শিক্ষক এমনকি কোন প্রকার বাদ্যযন্ত্রও।
জানা গেছে, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের হতদ্ররিদ্র মৎস্যজীবী জগিন্দ্র সরকার ও নির্মলা রানী দম্পতির ঘরে ২০০৪ সালে প্রমা রানী সরকার জন্মগ্রহণ নেয়। প্রমা লেখাপড়ায় তেমন ভাল না হলেও ছোটবেলা থেকেই সে ছিল সংগীতের অনুরাগী । রেডিও বা টিভিতে কোন গান একবার শুনলেই সে হুবহু সুর তুলে গাইতে পারত। এক সময় তার এই অভ্যাসের কথা সহপাঠী ও শিক্ষকরা জানতে পারেন। যার কারণে বিদ্যালয়ের কোন অনুষ্ঠান হলেই তাকে বাধ্যতামূলকভাবে গান গাইতে হত। এবার সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনোহর আলী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনছার আলীর উৎসাহ ও উদ্দীপনায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ তে লোকগীতিতে সে অংশ নেয়। প্রথমে সে উপজেলা পর্যায়ে ১ম, পরবর্তীতে জেলা ও বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করায় সে ঢাকায় গিয়ে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে ১ম স্থান অর্জন করে গৌরবজনক সাফল্য নিয়ে আসে।
জানা গেছে শীঘ্রই সে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় এ পুরস্কার গ্রহণ করবে। সে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী সাবিনা ইয়াছমিনের ভক্ত। প্রমা ভবিষ্যতে দেশের এই গুণী শিল্পীর মত দেশজুড়ে গান গাইতে চায়। ভিটে মাটি ও সহায়হীন এক মৎস্যজীবীর ঘরে জন্ম নেওয়া প্রমা একবেলা খেতে পারলেও পরের বেলার খাবারের নিশ্চয়তার যার নেই, এমনকি সংগীত চর্চার জন্য যার কোন শিক্ষক বা কোন বাদ্যযন্ত্র নেই তার পক্ষে সাবিনা ইয়াছমিনের মত শিল্পী অত্যন্ত ও পরিশ্রমী কঠিন কাজ । অথচ স্রষ্টা প্রদত্ত তার গলার চমৎকার সুর ও প্রতিভা আছে । নিজ প্রতিভা গুণে বিশ্বনাথ উপজেলাবাসীর জন্য এই গৌরবপূর্ণ জাতীয় পুরস্কার এনে দেওয়া হতদরিদ্র প্রমার জন্য কি সমাজের কিছুই করার নেই !