ঈদকে সামনে রেখে সিলেটে চার স্তরের নিরাপত্তা বলয়
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৬, ৬:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
পবিত্র কোরবানীর ঈদকে সামনের রেখে দেশের চলমান জঙ্গি ইস্যু মাথায় রেখেই এসএমপির পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ঈদে দুই হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠ পর্যায়ে কাজ করছেন বলে এসএমপি সূত্রে জানা যায়। গত বছরের তুলনায় এ বছর ৪শ অতিরিক্ত পুলিশ মাঠে রয়েছে।
এর বাইরে এবার সিলেট থেকে চামড়া পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদুল আযহার তিন দিনের মধ্যে কোন চামড়াবাহী গাড়ি সিলেট থেকে বের হতে পারবে না বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. রহমত উল্লাহ।
তিনি জানান, চামড়াবাহী কোন গাড়ি মফস্বলের দিকে যেতে পারবে না। যা যাবে সব ঢাকামুখিই যাবে। এতে কোন ছাড় দেয়া হবে না। বিশেষ করে অবৈধ পশুর হাটের বিরুদ্ধে এসএমপির পক্ষ থেকে শক্ত অবস্থান নেয়া হয়েছে বলে দাবী করেছেন মোঃ রহমত উল্লাহ। তিনি জানান, পশুর হাটের বিরুদ্ধে নূন্যতম কোন ছাড় দেয়া হবে না। প্রতিবার দেখা যায় অবৈধ পশুর হাট বসিয়ে গরুবাহী গাড়িগুলো আটকে অবৈধ হাটে গরু নামাতে ব্যবসায়ীদের বাধ্য করা হয়। এবার এমন অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। কোন প্রকার ছাড় দেয়া হবে না।
পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও মাঠে কাজ করছেন। এছাড়া র্যাব-৯ এর পক্ষ থেকেও ঈদুল আযহা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা মাঠে কাজ করছেন বলে র্যাব-৯ এর মিডিয়া অফিস সূত্রে জানা যায়।
প্রতি বছর ঈদুল আযহার সময় মৌসুমী ব্যবসায়ীদের কারণে মূল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এ বছর মৌসুমী ব্যবসায়ীদের উৎপাত কোনভাবেই সহ্য করা হবে না। এছাড়া শাহী ঈদগাহ ও দরগাহ মহল্লাসহ সকল ঈদের জামাতের আশপাশ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মুসল্লীরা জায়নামাজ ছাড়া অন্য কিছু সাথে বহন করতে পারবেন না মর্মে ইতোমধ্যে এসএমপির পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশের ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে এসব কিছু নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হয়েছে ।