এবারের বিপিএলে খেলতে পারবে না সিলেট সুপারস্টার !
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৬, ৪:০১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের চতুর্থ আসর শুরু হচ্ছে চলতি বছরের ৪ নভেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে চতুর্থ আসরে অংশ নিতে পারছে না সিলেট সুপারস্টার।
বিপিএলের চতুর্থ আসরের জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। এবারের আসরে অংশগ্রহন করবে ৭টি দল। খুলনা ও রাজশাহী বিভাগের ফ্র্যাঞ্চাইজি বিপিএলে আবারও ফিরছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে থাকছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়াও রয়েছে বরিশাল বুলস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস।
বিপিএলের খুলনা ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব বিক্রি করতে বিসিবি চারটি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে জেমকন গ্রুপ, ম্যাংগো এন্টারটেইনমেন্ট লিঃ, তানভির ফুড লিঃ (মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান) ও ল্যাবএইড গ্রুপ।
জেমকন গ্রুপ, ম্যাংগো এন্টারটেইনমেন্ট লিঃ যথাক্রমে খুলনা ও রাজশাহীর মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছে। ঈদ-উল-আযাহার ছুটির পরই কারা দল পাচ্ছে তা প্রকাশ করবে বিসিবি।
বিপিএলের প্রথম দুটি আসরে শিরোপা জেতে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। সর্বশেষ ও তৃতীয় আসরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শিরোপা ঘরে তোলে নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।