সিলেটে ঈদ জামাত কখন, কোথায় !
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৬, ৩:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন এতে ইমামতি করবেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ বিশিষ্টজনেরা এতে জামাত আদায় করবেন।
এছাড়া, দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ।
এছাড়া, সিলেট কালেক্টরেট মসজিদে সকাল ৮টায়, বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম, সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় এবং সকাল সাড়ে ৯টায় তৃতীং জামাত, নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসায় সকাল সাড়ে ৭টায় ,শেখ ছানা উল্লাহ জামে মসজিদ ওয়াকফ এস্টেটে সকাল ৮টায় ,নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেটে সকাল ৮টায় ,মাছিমপুর শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদে সকাল ৮টায়, জামেয়া মদিনাতুল উলূম দারুস সালাম খাসদবীর মাদরাসা মাঠ সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয় ,টিলাগড় শাহ মাদানী ঈদগাহে সকাল ৮টায় ,পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহে সকাল ৮টায়,পশ্চিম পীর মহল্লা জামে মসজিদে সকাল ৮টায়, দক্ষিণ সুরমার ভার্থখলা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।