তাহিরপুরে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৬, ৩:৩৮ অপরাহ্ণ
তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চাঞ্চল্যকর আঞ্জু হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী এরশাদ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাড়ি গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাড়ি গ্রামের মৃত সুলেমান আলীর ছেলে আঞ্জু মিয়া কে তারই সহোদর কাচা মিয়ার ছেলে রহিম মিয়া (৩০) ও তার খালাত ভাই এরশাদ মিয়া (৩৫) সহ কয়েকজন সহযোগী মিলে ২০০৬সালের ১৫নভেম্বর দুপুরে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।
পরে নজরুল ইসলাম বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ্য করে তাহিরপুর থানায় মামলা দায়ের করে। মামলা দায়ের পর তাহিরপুর থানা পুলিশ আদালতে চার্জশীট দাখিল করেন। সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত সাক্ষ্য প্রমাণ শেষে ২০১৬সালের ৭এপ্রিল এ মামলায় অভিযুক্তদের মধ্যে ৫জনের ফাঁসির রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা হলো সুন্দরপাড়ি গ্রামের কাচা মিয়ার ছেলে আব্দুর রহিম, মন্তাজ আলীর ছেলে মহরম আলী, মৃত আজিম উদ্দিনের দুই ছেলে জুলহাস মিয়া, এরশাদ মিয়া ও এমরান মিয়া।
এদের মধ্যে দু-জন রহিম মিয়া ও মহরম আলী কারাগারে রয়েছে। বাকি তিন জন পলাতক ছিল। এই তিনজনের মধ্য থেকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকার গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানার মাষ্টার বাড়ি এলাকার আমান টেক্সটাইলের সামনে থেকে এরশাদ মিয়া (৩৫)কে শ্রীপুর মডেল থানা পুলিশের সহায়তায় তাহিরপুর থানা এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম ও এস আই মুহিত গ্রেফতার করেন। শনিবার সকালে এরশাদ মিয়াকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।