লা লীগায় মেসিদের হার : জয় পেয়েছে রিয়াল অ্যাটলেটিকো মাদ্রিদ
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৬, ৩:০১ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ মৌসুমের তৃতীয় ম্যাচেই ঘরের মাঠে হোঁচট খেয়েছে লা লীগার চ্যাম্পিয়ানরা। নবাগত আলভাসের বিরুদ্ধে ২-১ গোলে হেরে গেছে তারা। ইন্টারন্যাশনাল বিরতির পর প্রথম ম্যাচে মেসি সুয়ারেজকে ছাড়াই মার্সা নামে মাঠে। বিরতির পর বদলি খেলোয়াড় হিসেবে দুজনই মাঠে নামলেও কেউই গোলের দেখা পাননি। ম্যাচের ৩৯ মিনিট ও ৬৪ মিনিটে আলভাসের হয়ে গোল করেন দেভারসেন ও গোমেজ। বার্সার পক্ষে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার জেরেমি মেথিউ। দিনের অপর ম্যাচগুলোতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভিলারিয়াল, সেভিয়া। রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ওসাসুনাকে ৫-২ গোলে, তাদের নগর প্রতিদ্বন্ধি অ্যাটলেটিকো মাদ্রিদ সেল্টা ভিগোকে ৪-০ গোলে, ভিলারিয়াল মালাগাকে ২-০ গোলে ও সেভিয়া লাস পালমাসকে ২-১ গোলে হারিয়েছে।