ব্রিটিশ এমপি সিলেটি কন্যা রুশনারা আলীর ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৩ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বের সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বেথনালগ্রীণ এন্ড বো আসনের এমপি সিলেটের রুশনারা আলী । বিবৃতিতে রুশনারা বলেন, মুসলমানদের অন্যতম ধর্মীয় উ্সব ঈদুল আযহা।
দিনটি আমরা পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবকে নিয়ে পালন করি। দিনটি আনন্দের উপলক্ষ হলেও ঈদুল আজহার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এই ঈদ আমাদের ত্যাগ এবং অন্যের দু:খ কষ্ট ভাগ করে নেয়ার শিক্ষা দেয়। এদিন আমরা স্মরণ করি অপেক্ষাকৃত কম সৌভাগ্যবান এবং সমাজের সুবিধাবঞ্চিতদের। বিবৃতিতে রুশনারা পবিত্র হজ্ব যাত্রীদের নিরাপদ ভ্রমন এবং তাদের সুস্বাস্থ্য কামনা করেন।