সিলেটের সোনার পাড়ায় শোকের মাতম
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়লস লিমিটেডের পলিপ্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডে নিহত মিজানের জন্য সিলেটের সোনারপাড়ায় চলছে শোকের মাতম।
মিজান সোনারপাড়া নবারুণ ২২৮ নম্বর বাসার মাহতাবুর রহমানের ছেলে। তিনি ওই কারখানায় মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে মিজানের চাচা জাবেদ আহমদ মরদেহ শনাক্ত করেন।
এর আগে দিনভর টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালে মিজানের সন্ধানে ঘোরেন তারা।
জাবেদ আহমদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই মিজানের খোঁজে তারা ঢাকায় আসেন। বিকেলে ঢামেক হাসপাতালে এসে মিজানের সন্ধান পাওয়া যায়।
মরদেহ নিয়ে রাতেই তারা সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন, বলেন জাবেদ।
এদিকে মিজানের মৃত্যুর খবরে সিলেটে চলছে শোকের মাতম। মা-বোনদের আর্তনাদে ভারী হয়ে উঠছে বাতাস। একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করে বারবার মুর্ছা যাচ্ছেন মিজানের মা।
মিজানের প্রতিবেশী আতিকুর রহমান নগরী জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর থেকে মিজানের মা জেসমিন বেগম ছেলের জন্য বিলাপ করছিলেন।