মানচেষ্টারে মহারণ আজ:মুখোমুখি গার্দিওলা-মরিনহো
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৬, ৪:৫৮ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ ইংল্যান্ডের মানচেষ্টারে আজ মহারণ। প্রিমিয়ার লীগের মহাগুরুত্বপুর্ণ এই লড়াইয়ে মুখোমুখি হচ্ছে একই শহরের দল মানচেষ্টার সিটি ও মানচেষ্টার ইউনাইটেড। প্রতিবছরই লীগে দুইবার একে অপরের মুখোমুখি হয় এই দুটি দল। তবে এবারের লড়াইয়ে ভিন্ন মাত্রা যোগ হয়েছে অন্য কারণে। দুটি ক্লাবের ডাগআউটে যে থাকবেন বর্তমান বিশ্বের সেরা দুই ম্যানেজার বার্সেলোনার সাবেক ম্যানেজার পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদের সাবেক ম্যানেজার হোসে মরিনহো। তাবৎ বিশ্বের ফুটবলামোদীদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকা এই ম্যাচ হয়তো এল ক্লাসিকোকে ছাড়িয়ে যেতে পারে। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো ক্লাব ফুটবলের সেরা লড়াই। এবার এই দুই ম্যানেজার ইংল্যান্ডের প্রবল দুই প্রতিপক্ষে নিজেদের ঠিকানা করে নেওয়ায় লড়াইটা পেয়েছে ভিন্ন মাত্রা । যদিও মুখোমুখি লড়াইয়ে গার্দিওলা মরিনহোর চাইতে এগিয়ে তারপরও স্বঘোষিত স্পেশাল ওয়ান কথার লড়াইয়ে যেকোন ম্যানেজারকেই ছাড়িয়ে। ১৬ বারের মুখোমুখি লড়াইয়ে গার্দিওলা ৭ বার,মরিনহো ৩ বার জিতেছেন,বাকি ৬ বারের মোকাবেলা অমিমাংসিত ছিল। অন্যদিকে ১৬১ বারের মুখোমুখি লড়াইয়ে মানচেষ্টার সিটি ৪৫ টিতে মানচেষ্টার ইউনাউটেড ৬৬ টিতে জয় পেয়েছে এবং বাকি ৫০ টি ম্যাচের ফলাফল অমিমাংসিত ছিলো। তবে পরিসংখ্যান এ ম্যাচে খুব একটা বিষয় নয়। কি হবে ফলাফল কেমন হবে লড়াই গত সপ্তাহজুড়ে ইংলিশদের যেন এটাই আলোচ্য বিষয়। ইংল্যান্ড সময় দুপুর ১২ টায় অনুষ্টিত ম্যাচের পৃথিবী জুড়ে দর্শক সংখ্যা সব ম্যাচকেই ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা।