২০১৮ সাল পর্যন্ত খেলোয়াড় কিনতে পারবেনা রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৬, ৪:১৭ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ দলবদলের বাজার থেকে দুই ট্রান্সফার মৌসুমের জন্য নিষিদ্ধই থাকতে হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে। খেলোয়াড় দলবদলে নিষেধাজ্ঞার বিপরীতে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের আপিল খারিজ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফলে, আগামী দুই মৌসুম অর্থ্যাৎ ২০১৮ সাল পর্যন্ত দলবদলে কোনো খেলোয়াড় কিনতে পারবে না স্পেনের জায়ান্ট ক্লাব দুটি। একই কারণে ২০১৪ সাল থেকে দলবদলের বাজার থেকে দুই ট্রান্সফার মৌসুমের জন্য নিষিদ্ধ ছিল আরেক জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ফিফা তাদের এক বিবৃতিতে জানায়, রিয়াল এবং অ্যাটলেটিকোকে দুই বছর দলবদলের বাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাদের আপিলের পরিপ্রেক্ষিতে ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই ইস্যুতে কাজ করেছে। আপাতত দুই ট্রান্সফার মৌসুমের জন্য নিষিদ্ধ থাকতে হবে দল দুটিকে। তবে পৃথক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ জানিয়েছে, তারা ফিফার নিষেধাজ্ঞার বিপরীতে আইনি লড়াই চালিয়ে যাবে। এক্ষেত্রে ক্লাব দুটি আন্তর্জাতিক ক্রীড়া সালিশী আদালতের (কোর্ট অব স্পোর্টস আরবিট্রেশন) দ্বারস্থ হচ্ছে। অনূর্ধ্ব-১৮ বয়সের খেলোয়াড় নিবন্ধনে অনিয়মের দায়ে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে ফিফা এ নিষেধাজ্ঞা দেয় গত জানুয়ারিতে। এতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৬২২০০০ পাউন্ড ও রিয়াল মাদ্রিদকে ২৪৯০০০ পাউন্ড জরিমানা করে ফিফা। তবে ফিফার নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করায় সদ্য খেলোয়াড় দলবদলে অংশ নিতে পেরেছিল ক্লাব দুটি।