কুলাউড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ৯:৫৩ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ভাগরিয়াল গ্রামে সেফটি ট্যাংক থেকে মভো উল্ল্যা (৬২) নামের এক ব্যক্তির লাশ করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে নিহতের বাড়ির সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয় । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫/৬ দিন আগে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে নিহত মভো উল্ল্যা নিখোঁজ ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার তার বাড়ির সেফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা (পিপিএম) বলেন, তদন্তের মাধ্যমে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।