সিডনিতে সিটি নির্বাচনে লড়ছেন বাংলাদেশি মনিরুল
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ৪:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
অস্ট্রেলিয়ার সিডনিতে ব্ল্যাকটাউন সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামীকাল (১০ সেপ্টেম্বর) এই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ বা তার অধিক বয়সী প্রত্যেক অস্ট্রেলিয়ান নাগরিকের এই নির্বাচনে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। ভোটে অনুপস্থিত থাকলে ৫৫ ডলার জরিমানার বিধান রয়েছে।
মনিরুল ইসলাম ২১ বছর ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করা মনিরুল পেশায় একজন প্রকৌশলী ও তথ্য প্রযুক্তিবিদ। এছাড়াও তিনি গ্রাফট স্ট্রিট মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক।
মনিরুল ইসলাম জানান, তিনি নির্বাচিত হলে ব্ল্যাকটাউন সিটি কাউন্সিল এলাকায় প্রবাসী বাংলাদেশিদের জন্য কমিউনিটি হল নির্মাণ, পার্কিং এর পর্যাপ্ত ব্যবস্থা করা, ব্ল্যাকটাউন হাসপাতালের আশপাশে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ময়লার ঝুড়ি বসানো, পেনশনারদের জন্য কাউন্সিলের হ্রাসকৃত খাজনার ব্যবস্থাসহ ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাদের সব ধরণের সহযোগিতা করবেন।