সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৪০
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ৩:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিরাজগঞ্জের কড্ডার মোড় শহীদ এম মনসুর আলী স্টেশনের পাশে একটি ট্রেনের ছাদ থেকে পড়ে ৪০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, ট্রেনটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে রেললাইন বরাবর উপর দিয়ে যাওয়া টিঅ্যান্ডটি, ডিশ ও বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে লেগে বেশকিছু যাত্রী নিচে পড়ে যান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে।সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান জানান, এ পর্যন্ত ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এদের বেশির ভাগের হাত-পা ভেঙে গেছে।