১০ টাকা কেজিতে চাল পাবে সিলেট জেলার অর্ধলক্ষ পরিবার
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ৩:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় হতদরিদ্র ৫০ লক্ষ পরিবারকে পল্লী রেশনিং কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজিতে চাল বিতরণ শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় সিলেট জেলার ৫২ হাজার ৩৩০টি পরিবার ১০টাকা কেজি ধরে চাল কেনার সুযোগ পাচ্ছেন।
গত বুধবার সকালে কুড়িগ্রামের চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশ থেকে সুবিধাভোগী প্রত্যেক পরিবারকে একটি করে কার্ড তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী, বিধবা ও প্রতিবন্ধী নারী প্রধান পরিবারকেই প্রাধান্য দেওয়া হবে এ কর্মসূচিতে। মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর এই পাঁচ মাস এই সুবিধা পাবে কার্ডধারী পরিবার গুলো।
সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিয়াজুর রহমান রাজু জানান, ১০ টাকা কেজিতে চাল বিতরণের অংশ হিসাবে সিলেটে ৫২ হাজার ৩৩০টি পরিবার এই কর্মসূচির আওতায় আসবে। এরমধ্যে সিলেট সদর উপজেলায় ১২৭৬১, বালাগঞ্জে ৪৩২৯, দক্ষিণ সুরমায় ৭২২৬, জকিগঞ্জে ৩৬৬৩, বিশ্বনাথে ৩৩৯৬, গোয়াইনঘাট ৩৬৫৮, কোম্পানীগঞ্জে ১৯৫৭, কানাইঘাটে ৩৭০৪, গোলাপগঞ্জে ৪৪৯৮, বিয়ানীবাজারে ৩৫৭০, জৈন্তাপুরে ২০৪৮, ফেঞ্চুগঞ্জে ১৫২০টি হতদরিদ্র পরিবার এই সুবিধা পাবে। মো. রিয়াজুর রহমান রাজু বলেন, ইতোমধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। ঈদের পর পরই চাল বিতরণ শুরু হবে।
জানা গেছে, এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটি প্রতি ৫০০ পরিবারের জন্য একজন করে ডিলার নিয়োগ দিচ্ছে। নিয়োগপ্রাপ্ত ডিলাররা সাড়ে ৮ টাকা কেজি দরে চাল সংগ্রহ করে ১০ টাকা দরে কার্ড প্রাপ্তদের হাতে বছরে ৫ মাস চাল বিতরণ করবে। এই ডিলারদের মাধ্যমে ঈদের পর বিলি বিতরণ করা হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিয়াজুর রহমান রাজু আরও বলেন, এ কর্মসূচি খাদ্য বিভাগের প্রধান বিলি বিতরণের খাত হিসাবে গণ্য হবে। এতে করে হতদরিদ্র পরিবার গুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান তিনি।